আওয়ার ইসলাম: গত একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ২৬৫ জনের।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৪৭৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ১৫১ জন।
তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৬০৬। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৬৫ হাজার ৬২০ জন।
বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৬৮ লাখ ৩২ হাজার ১৮ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ৭৫ হাজার ৪৫১ জন। সুস্থ হয়েছেন ৬ কোটি ১৫ লাখের বেশি মানুষ।
-এএ