মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


যুক্তরাজ্যে প্রবেশ করতে লাগবে করোনার নেগেটিভ সনদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যে প্রবেশ করতে করোনার নেগেটিভ সনদ লাগবে বলে জানিয়েছেন দেশটির পর্যটন বিভাগ। খবর বিবিসির।

জানা যায়, যুক্তরাজ্য ভ্রমণকারীদের সেদেশে প্রবেশের আগে করোনা ভাইরাসের নেগেটিভ ফলাফলের সনদ দেখাতে হবে। খুব দ্রুতই এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন এই নিয়মটি আগামী সপ্তাহ থেকে প্রয়োগ করা হবে। যুক্তরাজ্যের নাগরিকসহ জল, স্থল বা আকাশপথে আসা সকল যাত্রী নতুন বিধিমালার আওতায় পড়বেন।

তাই যুক্তরাজ্যে আসতে চাইলে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে তারা যেদেশে অবস্থান করছেন সেখানে করোনা টেস্ট করাতে হবে। তবে করোনার নেগেটিভ ফলাফল ছাড়া আসলে সীমান্ত স্পটে চেকিংয়ের সময় ৫০০ ডলার জরিমানা করা হবে। দেশটির পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, নেগেটিভ সনদ ছাড়া যাত্রীরা যুক্তরাজ্যগামী যানে আরোহণ করতে পারবেন না।

সনদ ছাড়া তাদের ভ্রমণের অনুমতি বা ভিসা দেওয়া হবে না। এছাড়া ট্রাভেল করিডরের তালিকায় নেই এমন দেশ থেকে আসাদের নেগেটিভ সনদ থাকার পরও প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ