আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত হয়েছেন ১১ জন। এঘটনায় আহত হয়েছেন ১৮।
দেশটির পশ্চিমাঞ্চলের একটি গ্রামে দুই দফায় ভূমি ধসের এ ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড-বিএনপিবির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিএনপিবির মুখপাত্র রাদিত্য জাতি জানান, প্রবল বৃষ্টিপাত ও আলগা মাটির কারণে প্রথম ভূমিধস হয়। উদ্ধারকাজ চালানোর সময় দ্বিতীয় ভূমিধসের ঘটনাটি ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড।
-এটি