সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সংসদে যেতে মুফতি মনির হোসাইন কাসেমীর সামনে যত চ্যালেঞ্জ সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু পবিত্র শবে বরাত কবে, জানালো চাঁদ দেখা কমিটি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ

তুর্কি দিয়ানত ফাউন্ডেশনের দুই কর্মকর্তার হাটহাজারী মাদরাসা পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি।।

তুরস্কের দিয়ানত ফাউন্ডেশনের উচ্চতর দুই কর্মকর্তা শেখ ওয়াসি কায়া ও মুহাম্মদ ফাতেহ দারুল উলূম হাটহাজারী মাদরাসা পরিদর্শন ও আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী ও জামেয়ার সিরিয়র শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ (১০ জানুয়ারি) রবিবার সকাল ১০ টায় শেখ ওয়াসি কায়া এবং মুহাম্মদ ফাতেহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় দারুল উলূম হাটহাজারী মাদরাসার আরবি বিভাগের প্রধান মাওলানা আনওয়ার শাহ আজহারী তাদের আন্তরিক অভ্যর্থনা জানিয়ে বৈঠক খানায় নিয়ে আসেন। এরপর আমিরে হেফাজতের সাথে ইসলাম ও মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন। শেখ ওয়াসি কায়া হেফাজত আমিরকে তুরস্কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

বৈঠক শেষে দারুল উলূম হাটহাজারী মাদরাসার সুবিশাল দারুল হাদিস মিলনায়তন পরিদর্শন করেন। পরিদর্শনকালীন তাঁরা শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর বুখারী শরীফের দরসে বসেন ও ছাত্রদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

পরিদর্শন শেষে হাটহাজারী মাদরাসার পরিদর্শন বইয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে দীর্ঘ মন্তব্য লিখেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, মজলিসে ইদারীর প্রধান মুফতী আব্দুস সালাম চাটগামী, আল্লামা শেখ আহমদ, মাওলানা শোয়াইব, মুফতী জসীম উদ্দিন, মুফতী কিফায়াতুল্লাহ, মাওলানা ওমর কাসেমী, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা নূরুল আবছার, মাওলানা মুহাম্মদ, মাওলানা শফিউল আলম প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ