মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


পাকিস্তানের মাওলানা ফজলুর রহমানের সঙ্গে জমিয়ত নেতা মহিউদ্দিন ইকরামের সাক্ষাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও পিডিএফ এর প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

সম্প্রতি পাকিস্তান জমিয়ত সভাপতির বাসভবনে হওয়া এ সৌজন্য সাক্ষাতে জমিয়তের সাংগঠনিক বিষয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম মাওলানা ফজলুর রহমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে দাওয়াত গ্রহণ করেন তিনি। এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের সাথে ফোনে কথা বলেন মাওলানা ফজলুর রহমান।

উল্লেখ্য, পাকিস্তান জমিয়ত প্রধান মাওলানা ফজলুর রহমানের বাবা মুফতি মাহমুদ রহ. ছিলেন পাকিস্তান সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশেষ ভূমিকা পালন করেছিলেন। রাজধানীর মতিঝিলে ‘হোটেল পূর্বাণী’তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ১৯৭০ নির্বাচনের পর সরকার গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন তিনি।

সে বৈঠকে উপস্থিত ছিলেন মুজাহিদে মিল্লাত মাওলানা শামসুদ্দিন কাসেমী রহ.ও জমিয়ত নেতা ক্বারী আব্দুল খালেক আস‌আদীসহ বাংলাদেশের কয়েকজন শীর্ষ আলেম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ