মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


বিয়ের পরও পরকীয়া করায় মেয়েকে হত্যা করলেন বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিয়ের পরও পরকীয়া করায় সদ্যবিবাহিত মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক বাবা। পরে নিজেই থানায় ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গতকাল শনিবার  (৯ জানুয়ারি) চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে।

জানা গেছে, বিয়ের পরও সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অভিযোগে সদ্যবিবাহিত মেয়েকে বাবার বাড়িতে ফিরিয়ে দিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মেয়েকে গুলি করে হত্যা করেন ওই বাবা।

ভারতীয় পুলিশ জানায়, স্বাতী নামে ২০ বছর বয়সী তরুণীকে এক বছর আগে কানপুরে বিয়ে দেওয়া হয়। শ্বশুরবাড়ির লোকজন এই গৃহবধূর অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে বৃহস্পতিবার তাকে বাবার বাড়িতে ফেরত পাঠায়। সেখানে প্রেমিকের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে বাবা চন্দ্রমোহন সিংয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। মেয়ে সম্পর্ক ছাড়তে অস্বীকার করায় বাবা তার লাইসেন্সধারী বন্দুক দিয়ে গুলি করেন। এতে মেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

পরে তিনি পুলিশ স্টেশনে ফোন করেন এবং গ্রেফতারের জন্য অপেক্ষা করেন। পরে তাকে পুলিশ গ্রেফতার করেন। এ ঘটনায় ভারতের উত্তরপ্রদেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর এবিপির।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ