আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর নিজস্ব ভবন নির্মাণ করা হচ্ছে রাজধানী ঢাকার কাজলা ভাঙ্গাপ্রেস এলাকায়। বেফাকের এ বহুতল ভবন নির্মাণের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি (ভারপ্রাপ্ত) মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
আজ সোমবার (১১ জানুয়ারি) বিকেলে বহুতল ভবনের কাজ পরিদর্শনে যান তিনি। এ সময় আল্লামা মাহমুদুল হাসান দায়িত্বরত প্রকৌশলী ও কর্মরতদের সঙ্গে কথা বলেন। কাজের উন্নতি অগ্রগতি খোঁজ নেন। আগামী আমেলার বৈঠক নির্মাণাধীন এ ভবনে আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বেফাকের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের আহমদ। বেফাকের আমেলার সদস্য মাওলানা নূর আহমদ কাসেম প্রমুখ।
জানা যায়, কয়েকমাসে আগে বেফাকের এই বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এখন কাজের অগ্রগতি প্রায় দৃশ্যমান। আগামী আমেলার বৈঠকটি নতুন ভবনে করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।
বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ জানিয়েছেন, বহুতল ভবনে বেফাকের নিজস্ব প্রেস স্থাপন ও বুক বাঁধাইখানা করার পরিকল্পনা রয়েছে। এছাড়া নতুন এই ভবনে রয়েছে নামাজের ঘর, পরিকল্পিত প্রশিক্ষণ সেন্টার, সেমিনার আয়োজনের জন্য আলাদা মিলনায়তন, প্রকাশনা বিভাগ ও উচ্চতর গবেষণা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা। বেফাকের দাপ্তরিক কাজের জন্যও ভবনটি ব্যবহৃত হবে।
এমডব্লিউ/