মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


আনুশকারা সৃষ্টি হ‌ওয়ার পিছনের কারণ খতিয়ে দেখতে হবে: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আনুশকারা সৃষ্টি হ‌ওয়ার পিছনের আসল কারণ হলো মানুষ শয়তান। এসব মানুষ শয়তানদের চিহ্নিত করে তাদের থেকে বিরত থাকলেই বাংলাদেশে আর কোনো আনুশকার জন্ম হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

গতকাল সোমবার (১১ জানুয়ারি) বাদ মাগরিব ফরিদপুর জেলার বোয়ালমারিতে আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করতে গিয়ে একথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মান্নান।

তিনি বলেন, মানুষ শয়তানরা আজ আমাদের ঘরে ঘরে আমাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। মানুষ শয়তানরা ইসলামের বিরুদ্ধে কথা বলে।

রাজধানীর কলাবাগানে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে গিয়ে মৃত্যুবরণ করা মাস্টারমাইণ্ড স্কুলের ‘ও লেভেল’ এর শিক্ষার্থী আনুশকার মৃত্যু ঘটনায় দায়ী করা হচ্ছে তার বন্ধু ইফতেখার ফারদিন দিহানকে।

তিনি বলেন, দিহান অবশ্যই দায়ী। কিন্তু এই আনুশকার মৃত্যুর পেছনে কী শুধু দিহান একাই দায়ী? না বরং এর পেছনে মানুষ নামের কিছু শয়তানও দায়ী।

মানুষ শয়তানের পরিচয় দিতে গিয়ে চরমোনাইয়ের নায়েবে পীর বলেন, নেকের কাজে বাঁধা আর গুনাহের কাজে সহযোগিতা যারা করে তারা হলো মানুষ শয়তান।

এসব শয়তান থেকে বাঁচার উপায় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, মানুষ শয়তান থেকে বাঁচতে প্রয়োজন নেক সোহবাত। ভালো মানুষের সান্নিধ্য।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ