মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


আফগানিস্তানে গুলিতে দুই নারী বিচারক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারক নিহত হয়েছেন।

আজ রেরাববার ভোরে রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে। কাবুল পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

আদালতের একজন মূখপাত্র আহমাদ ফাহিম কাইয়ূম হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে গাড়িতে করে আদালতে আসার সময় ওই দুই বিচারকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

তিনি আরো বলেছেন, দুর্ভাগ্যক্রমে, আজকের হামলায় আমরা দুজন নারী বিচারককে হারিয়েছি। তাদের চালক আহত হয়েছেন। তিনি জানান, দেশটির উচ্চ আদালতে প্রায় দুই শতাধিক নারী বিচারক কাজ করছেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মূখপাত্র জামশিদ রসুলি বলেছেন, ওই দুই নারী সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন।

পেন্টাগন আফগানিস্তানে মার্কিন সৈন্য সংখ্যা কমিয়ে আড়াই হাজার করার ঘোষণা দেওয়ার মাত্র দু'দিন পরে এ হামলার ঘটনা ঘটলো। দুই দশকের মধ্যে আফগানিস্তানে এটাই সর্বনিম্ন মার্কিনি সৈন্য সংখ্যা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ