আওয়ার ইসলাম: ক্ষমতা ছাড়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত ১০০ জনকে ক্ষমা করতে যাচ্ছেন বলে জানা গেছে। হোয়াইট হাউজের তিন কর্মকর্তার বরাতে এ খবর জানাচ্ছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো।
গণমাধ্যম সূত্র মতে, আর্থিক কেলেঙ্কারির মামলায় দণ্ডপ্রাপ্ত, সাবেক সরকারি কর্মকর্তারা এ তালিকায় রয়েছেন। তবে ট্রাম্প তার সন্তান, ব্যক্তিগত আইনজীবি রুডি জুলিয়ানি এবং নিজেকে এখনই ক্ষমা করতে পারছেন না। অভিশংসন প্রক্রিয়া চলমান থাকায় তা করতে পারবেন না।
এছাড়া আলোচিত জুলিয়ান অ্যাসাঞ্জ এবং ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন এই তালিকায় থাকছেন কিনা তা নিশ্চিত নয়।
অন্যদিকে, অনেকেই ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতায় জড়িতদের ক্ষমা করার পরামর্শ দিলেও, ট্রাম্প তা নিচ্ছেন না।
উল্লেখ্য, শপথ অনুষ্ঠানের দিন দুপুর পর্যন্ত ক্ষমা ঘোষণা করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প।
-কেএল