সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা

বন্যায় ভাসছে সিরিয়ার আশ্রয় শিবির, হাজারো মানুষের আহাজারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর নদভী।।

সিরিয়ার ‘শরণার্থী অধিকার সমিতির’ বিবৃতি অনুসারে খারাপ আবহাওয়ার কারণে দেশের উত্তরাঞ্চলে লাগাতার ঝড়-বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়ে হাজার হাজার বেসামরিক লোক গৃহচ্যুত হয়েছে বলে জানায় সিরিয়ার শরণার্থী অধিকার সমিতির কর্মকর্তা ও সদস্যরা৷

ইদলিব আশ্রয় শিবিরের পরিচালক বলেন, গত শনিবার থেকে শুরু হওয়া প্রবল ঝড়, শৈত প্রবাহ ও লাগাতার বৃষ্টিপাতের কারণে সেখানকার পরিস্থিতি অত্যন্ত বিপর্যয়কর হয়ে উঠেছে৷ এবং আতামা, কাফর আবেদ, বাব আল-হাওয়া, সরমাদাহ, বারশিন সহ ইদলিব পল্লীর আরো শত শত তাবু পর্যদুস্ত হয়েছে৷

শিবিরের পরিচালক বলেন, ঝড়-বৃষ্টির কারণে শত শত লোক বস্তিচ্যুত হয়ছে৷ পাশাপাশি ঝড় ও অনবরত বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় লেবাননে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত আশ্রয় শিবির৷ শীতের বস্ত্র ও উষ্ণ উপকরণের অভাবে সেখানে বিভিন্ন রোগ ও মহামারী ছড়িয়ে পড়েছে৷

বিবৃতির তথ্যানুসারে সিরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ১,৪০০ শিবির, যেখানে প্রায় এক মিলিয়ন ও ৩০০ জন লোক বাস করে৷ যার বেশিরভাগই ইদলিব, হাম, আলেপ্পোর পল্লী এবং সিরিয়ার বাকী অঞ্চলগুলি থেকে আসাদ বাহিনি ও রাশিয়ান সৈন্যদের আক্রমন থেকে বেঁচে আসা গৃহচ্যুত শত শত পরিবার৷

বিবৃতিতে আরো জানা যায় “সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্থ তাবুর সংখ্যা ২৭৮-এ পৌঁছেছে৷ আর ৫১৩ টি তাবু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এ ছাড়াও শিবির এবং আশপাশের ৮ কিলোমিটারেরও বেশি রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হযওয়ার কারণে রাস্তাগুলি তাবু থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ ফলে ক্ষতিগ্রস্থ শিবিরে পৌঁছা অত্যন্ত মুশকিল হয়ে দাড়িয়েছে৷ তবু প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷

এদিকে সিরিয়ান শরণার্থী অধিকার সংস্থা জাতিসংঘ এবং আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থাগুলি, পাশাপাশি আরব স্টেটস লিগ এবং মানবিক অধিকার বিষয়গুলিতে কর্মরত সকল পক্ষকে উত্তর-পশ্চিম সিরিয়ার শিবিরগুলি সহ অন্যান্ন সকল বিপর্যস্ত শর্ণার্থীদের উদ্ধার করার জন্য অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে৷ সূত্র: আল-বালাদ নিউজ আরবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ