আওয়ার ইসলাম: করোনার সংক্রমণ ঠেকাতে প্রত্যাশিতভাবে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের দেখানো পথ থেকে অনেকটাই সরে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমে মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের নীতি বাধ্যতামূলক করেছিলেন বাইডেন।
এবার আমেরিকানরা ছাড়াও ব্রিটেন, ব্রাজিল, আয়ারল্যান্ড এবং ইউরোপের ২৬টি দেশের নাগরিকদের সীমান্ত পেরিয়ে আমেরিকা আসার ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন তিনি। রবিবার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা এমন তথ্যই জানিয়েছেন।
ক্ষমতায় আসার আগে থেকেই বাইডেন এবং তার সহযোগী কমলা হ্যারিস দেশে করোনা ঠেকাতে একাধিক বার্তা দিয়েছেন। বর্তমানে সেভাবেই পদক্ষেপ নিচ্ছেন তারা।
বৃহস্পতিবার বাইডেন বলেছেন, ‘আমরা এখন জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের পরিস্থিতির সঙ্গে সেভাবেই মোকাবিলা করতে হবে।’
-কেএল