সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


‘আমার শায়খ হযরত ফিদায়ে মিল্লাত রহ. জীবন ও অবদান’ গ্রন্থের পর্যালোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদানী মজলিসের আয়োজনে জামিয়াতুল আস‌‘আদ আল-ইসলামিয়া রামপুরা ঢাকায় “আমার শায়খ হযরত ফিদায়ে মিল্লাত রহ. জীবন ও অবদান” গ্রন্থের পর্যালোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনবদ্য এ জীবনী গ্রন্থটি রচনা করেছেন ফিদায়ে মিল্লাত সায়্যিদ আস‘আদ মাদানী রহ. এর বিশিষ্ট খলিফা, মালিবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও জামিয়াতুল আস'আদ আল-ইসলামিয়া রামপুরা ঢাকার স্বনামধন্য পরিচালক হযরত মাওলানা মুফতী হাফীজুদ্দীন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আস‌‘আদ আল- হোসাইনী, শায়খুল হাদীস, জামিয়া আযমীয়া বনশ্রী রামপুরা, ঢাকা, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী, শায়খুল হাদীস ও মুহতামিম, ইদারাতুল উলুম আফতাব নগর ঢাকা, হযরত মাওলানা মুফতি আন‌ওয়ার মাহমুদ, খলিফা, ফিদায়ে মিল্লাত সায়্যিদ আস‌‘আদ মাদানী রহ, সিনিয়র মুহাদ্দিস ও মুফতি,আরজাবাদ মাদরাসা ঢাকা, ফিদায়ে মিল্লাত সায়্যিদ আস‌‘আদ মাদানী রহ. এর বিশিষ্ট খলিফা হযরত মাওলানা আব্দুশ শাকুর রহ. এর সাহেবজাদা হযরত মাওলানা মাসরুর।

আরো উপস্থিত ছিলেন, আশেকে মাদানী হযরত মাওলানা মাহফুজুর রহমান, দক্ষিণখান। এছাড়াও উপস্থিত ছিলেন, হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, হযরত মাওলানা জামীল আহমাদ, হযরত মাওলানা আবু নাসের নারায়ণগঞ্জ। হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম, হযরত মাওলানা মুফতি দেলোয়ার সিরাজী, হযরত মাওলানা আমজাদ, হযরত মাওলানা মুফতি হারুন অর- রশিদ সিদ্দিকী, হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন, হযরত মাওলানা হোসাইন আহমদ, হযরত মাওলানা মিজানুর রহমান, হযরত মাওলানা মুফতি আরমান সাদিক, হযরত মাওলানা মুফতি ইউনুস, হযরত মাওলানা মনির হুসাইন, হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান হানীফ প্রমুখ।

উলামায়ে কেরাম ছাড়াও ঢাকা ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মুফতী হাফীজুদ্দীন এর অনেক ভক্ত - মুরিদান উপস্থিত ছিলেন। বক্তাগণ তাদের বক্তব্যে হযরত ফিদায়ে মিল্লাত রহ. এর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক নিয়ে সারগর্ভ আলোচনা করেন। সেই সাথে এই অনবদ্য জীবনী গ্রন্থের লেখক মুফতি হাফীজুদ্দীন এর ভূয়সী প্রশংসা করেন। নবীন ওলামায়ে কেরাম এবং ছাত্র সমাজকে আকাবিরের নকশে কদমে চলার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ