সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


মিয়ানমারে অভ্যুত্থানের আশঙ্কা: সংবিধান মেনে চলবে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অভ্যুত্থানের আশঙ্কা ছড়িয়ে পড়লে মিয়ানমার সেনাবাহিনী দেশটির সংবিধান মেনে চলার অঙ্গীকার করেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ভুল ব্যাখ্যা করা হয়েছিল। দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে- এমন উদ্বেগ ছড়িয়ে পড়লে মিয়ানমারের সশস্ত্র বাহিনী জানায়, তারা দেশের সংবিধান রক্ষা করবে, মেনে চলবে এবং দেশের আইন অনুসারে কাজ করবে।

আজ শনিবার (৩০ জানুয়ারি) একটি সরকারি বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, সংবিধান বাতিল করার বিষয়ে তাদের শীর্ষ জেনারেলের সাম্প্রতিক মন্তব্য মিডিয়া এবং কিছু সংস্থা ভুলভাবে ব্যাখ্যা করেছিল।

শুক্রবার (২৯ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধিসহ এক ডজনেরও বেশি দূতাবাস একটি সম্ভাব্য অভ্যুত্থানের বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে মিয়ানমারকে অবহিত করে এবং "গণতান্ত্রিক নিয়ম মেনে চলার" আহ্বান জানায়।

প্রায় ৫০ বছরের সামরিক শাসনের পর গত এক দশক দেশটি একটি জনতা-রচিত সংবিধানের অধীনে পরিচালিত হচ্ছে। সংবিধানটি বেসামরিক প্রশাসন এবং দেশের জেনারেলদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করার আদেশ দেয়।

কয়েক সপ্তাহ ধরে দেশটির শক্তিশালী সেনাবাহিনী গেল নভেম্বরের নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করে আসছে। অং সান সু চির ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ