রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


‘করোনার টিকা: উসিলা হিসেবে ঔষধ গ্রহণে ইসলামে নিধেষ নেই’ মুফতি মিজানুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: অন্তরে এ বিশ্বাস রাখা যে, আল্লাহই রোগ ভালো করবেন। তবে ঔষধ উসিলা হিসেবে সেবন করার ক্ষেত্রে ইসলামে কোন বিধিনিধেষ নেই। জনগণকে করোনার টিকা নিতে উৎসাহ দিয়ে রাজধানীর শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ একথা বলেছেন।

তিনি বলেন, করোনার ভ্যাকসিন বিষয়ে একটি মোটা দাগের কথা হলো ইসলামে করোনার টিকা নিতে মোটেও নিষেধ করে না। জনগণ নির্ভয়ে করোনার টিকা নিতে পারেন।

এক প্রশ্নের জবাবে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, করোনার প্রতিষেধক হিসেবে বিজ্ঞানীগণ অনেক রিসার্চ ও গবেষণা করে ভ্যাকসিন আবিস্কার করেছেন। শরীয়তের দিক থেকে বলা আছে, আল্লাহ রোগ দিয়েছেন আল্লাহই ভালো করবেন। এ আকিদা পোষণ করে যদি কেউ পথ্য বা ঔষধ গ্রহণ করে তাহলে এটাই আল্লাহর রাসূলের সুন্নাত। রাসূল সা. বলেছেন, ‘প্রত্যেক রোগের শেফা রয়েছে।’ মানুষ হয়তো গবেষণা করে সে রোগের ঔষধ বের করতে পারে অথবা পারে না।

এখন ডাক্তাররা গবেষণা করে যে টিকা আবিস্কার করেছেন সে বিষয়ে আমি বলবো, অন্তরে এ বিশ্বাস রাখা যে, আল্লাহই রোগ ভালো করবেন। তবে ঔষধ উসিলা হিসেবে সেবন করার ক্ষেত্রে ইসলামে কোন বিধিনিধেষ নেই।

এদিকে দেশের বিজ্ঞ আলেমরা জনগণকে করোনার টিকা নিতে উৎসাহিত করছেন। তারা বলছেন, করোনার টিকা যারা অনুমোদন দিয়েছেন, তারা জেনে শুনে ও গবেষণা করেই করোনার টিকা অনুমোদন করেছেন। তারা বিজ্ঞ ডাক্তার। তাই সব ভয় কাটিয়ে টিকা নিতে পারে জনগণ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ