রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা শেষ করলো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন এক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করেছে। বুধবার সফলভাবে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘গজনভি’ নামের নতুন এই মিসাইল ইসলামাবাদের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের সামরিক কসরতের চূড়ান্ততম ধাপ।’

স্বল্পপাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নতুন এই ব্যালিস্টিক মিসাইল পরমাণু ও প্রচলিত অস্ত্র বহন করে ১৮০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে বলে বিবৃতিতে জানানো হয়।

১৯৪৭ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনাকর সম্পর্ক চলে আসছে। ২০১৯ সালের আগস্টে ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের স্বায়ত্বশাসন কেড়ে ওই অঞ্চলে নয়াদিল্লি সরাসরি কেন্দ্রের শাসন চাপিয়ে দিলে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়। কাশ্মির নিয়ে উভয়দেশের মধ্যে এর আগে দুই দফা যুদ্ধ হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ