রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


তৃতীয় বিয়েতে রাজি না হওয়ায় স্ত্রীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিলো ইরাকি যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর নদভী।।

তৃতীয় বিবাহতে স্বামীর সিদ্ধান্তে রাজি না হওয়ায় চলতি গাড়ি থেকে নিজের স্ত্রীকে ফেলে দিলো ইরাকী এক যুবক৷ এতে মেয়েটির মৃত্যু হয়৷

গত সোমবার ৮ ফেব্রুয়ারি ফিলিস্তিন থেকে প্রকাশিত দৈনিক রামাল্লাহ নিউজ জানায়, ইরাকি এক যুবক তার স্ত্রীকে গাড়ি থেকে নিক্ষেপ করে৷ কারণ যুবকটি তৃতীয় এক মেয়েকে বিয়ে করবে বলে তাকে রাজি হওয়ার অনুরোধ করলে সে তা প্রত্যাখ্যান করে৷

ইরাকি গণমাধ্যমে জানায়, গাড়ির থেকে পড়ার পর মেয়েটির পুরো শরীরে প্রচন্ড আঘাত লেগে হাড্ডিগুলো ভেঙ্গে যায় এবং মারাত্মক রক্তক্ষরণ ঘটে৷ মেয়েটিকে তৎক্ষনাত নিকতস্থ এক হসপিটলে নেওয়া হয়, তবে অল্প সময় পরই ডাক্তাররা তার মৃত্যুর ঘোষণা দেয়৷

মেয়েটি হসপিটলে থাকাকালীন মৃত্যুর আগে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলো বলে বলে সূত্রটি জানায়।

জানা যায় যে, এ মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী ছিলো৷ গাড়ীর অভ্যন্তরে দ্বিতীয় বিয়ে নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দিলে যুবকটি রাগ হয়ে তাকে দ্রুতগামী চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়৷ সূত্র: তুর্কি টুডে, এবং রামাল্লা নিউজ আরবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ