শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

সরস্বতী পূজা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান বিচারপতি: দেশে ধর্ম পালনে সবাই স্বাধীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ধর্ম পালনে সবাই স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম আমাদের উদারতা ও মানবতার শিক্ষা দেয় উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, দেশে ধর্ম পালনে সবাই স্বাধীন এবং সব ধর্মের মিলিত সংস্কৃতিই বাঙালির সংস্কৃতি।

এদিন সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে সুপ্রিম কোর্টে পৃথক দুটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর মধ্যে একটির আয়োজন করে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ এবং অন্যটি সরস্বতী পূজা উদযাপন পরিষদ।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন। এদেশের হিন্দু সম্প্রদায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই উৎসব পালন করে আসছে। শিক্ষা ও সংস্কৃতির দিক থেকেও সরস্বতী পূজার তাৎপর্য অপরিসীম।

তিনি বলেন, উদারতা, মানবিকতাবোধ, অসম্প্রাদায়িকতা ও সহিষ্ণুতা। এগুলো আমরা ধর্ম থেকেই শিক্ষা পাই। আবহমানকাল থেকে এদেশে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষরা পারস্পরিক সহমর্মিতা, হৃদ্যতা ও মমত্ববোধের সহিত মিলেমিশে বসবাস করছে।

সব ধর্মের মিলিত সংস্কৃতি আমাদের বাঙালি সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত এবং সুদীর্ঘ কালের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান এই ঐতিহ্য আমাদের সবাইকে ধারণ করতে হবে, যোগ করেন প্রধান বিচারপতি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ