সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু পবিত্র শবে বরাত কবে, জানালো চাঁদ দেখা কমিটি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯

যুক্তরাষ্ট্রের ইকুয়েডরের কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৬২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাগারে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে।

গতকাল মঙ্গলবারের দেশটির সরকার এই সহিংসতাকে অপরাধী সংগঠনগুলোর অপতৎপরতা বলে মন্তব্য করেছে।

জানা যায়, দেশটির আজুয়ে, গুয়াইয়াস এবং কটোপাক্সি প্রদেশের কারাগারগুলোতে সহিংসতার ঘটনা ঘটেছে। ইকুয়েডরের কারাবন্দীদের মধ্যে ৭০ ভাগ এই তিন প্রদেশের কারাগারগুলোতে রয়েছে বলে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে কারা সহিংসতা দমনের জন্য সাময়িকভাবে কারাগারগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো।

উল্লেখ্য, ইকুয়েডরের কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর মধ্যে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে।

দেশটির কারা কর্তৃপক্ষের পরিচালক এডমান্ডো মনকায়ো জানিয়েছেন, কারাগারের ভেতর দুই গ্রুপের মধ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সহিংসতায় ৬২ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে তিনি বলেন, সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। অবশ্য বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি।

এডমান্ডো মনকায়ো আরো জানান, কারা সহিংসতা থামাতে অতিরিক্ত আট শ পুলিশ মোতায়েন করা হয়। কারা পরিস্থিতি এরই মধ্যে শান্ত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ