মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


বইমেলায় ইসলামি প্রকাশনীগুলো সহজেই খুঁজে পাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস মহামারীর কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলার দুয়ার খুলেছে ১৮ মার্চ। মহামারী কালের এই মেলায় অনেকেই খুঁজে পাচ্ছেন না ইসলামি প্রকাশনীগুলোর স্টল।

ঢাকার একুশে বইমেলায় এসে সমকালীন প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশন, কালান্তর প্রকাশন, মাকতাবাতুল হাসান, রাহনুমা প্রকাশনীসহ দেশের স্বনামধন্য বহু ইসলামি প্রকাশনীর স্টল নাম্বার সহ বিস্তারিত জানতে ও সহজেই খুঁজে পেতে দেখুন প্রকাশনীর নাম ও স্টল:
সমকালীন প্রকাশন স্টলের নাম: মহাকাল, স্টল: ১৭৪, ১৭৫, ১৭৬

গার্ডিয়ান পাবলিকেশন স্টলের নাম: অমরাবতী, স্টল: ১১৭

সমর্পণ প্রকাশন স্টলের নাম: সমর্পণ প্রকাশন, স্টল নং: ৪১৯

মাকতাবাতুল বায়ান স্টলের নাম: সমর্পণ প্রকাশন, স্টল নং: ৪১৯

কালান্তর প্রকাশনী স্টলের নাম: নাহলী, স্টল নং: ৪৯৮

মুহাম্মদ পাবলিকেশন স্টলের নাম: বাংলা প্রকাশন, স্টল নং: স্টল নং ৪২০-৪২১

রুহামা পাবলিকেশন স্টলের নাম: প্রিয়মুখ, স্টল নং: ৩৩,৩৪,৩৫

সীরাত পাবলিকেশন স্টলের নাম: প্রিয়মুখ, স্টল নং: ৩৩,৩৪,৩৫

ওয়াফি পাবলিকেশন স্টলের নাম: প্রিয়মুখ, স্টল নং: ৩৩,৩৪,৩৫

বুকমার্ক পাবলিকেশন স্টলের নাম: প্রিয়মুখ, স্টল নং: ৩৩,৩৪,৩৫

মাকতাবাতুল হাসান স্টলের নাম: কালো, স্টল নং: স্টল নং ১২২

নিয়ন পাবলিকেশন স্টলের নাম: কলম প্রকাশনী, স্টল নং: স্টল নং ৪৫২

রাহনুমা প্রকাশনী স্টলের নাম: রাহনুমা প্রকাশনী, স্টল নং: ৫১২

ঐতিহ্য স্টলের নাম: ঐতিহ্য, স্টল নং: প্যাভিলিয়ন ৬

ইলহাম ILHAM স্টলের নাম: ঐতিহ্য, স্টল নং: প্যাভিলিয়ন ৬

প্রচ্ছদ প্রকাশন স্টলের নাম: একাত্তর প্রকাশনী, স্টল নং: ৪৮৬

নাশাত পাবলিকেশন স্টলের নাম: বাংলার প্রকাশন, স্টল নং: ৪২০, ৪২১
আযান প্রকাশনী স্টলের নাম: মাতৃভাষা প্রকাশ, স্টল নং: ৫৩-৫৪

মাকতাবাতুল আসলাফ স্টলের নাম: রাহনুমা প্রকাশনী, স্টল নং: ৫১২

দ্বীন পাবলিকেশন স্টলের নাম: রাহনুমা প্রকাশনী, স্টল নং: ৫১২

তাজকিয়া পাবলিকেশন স্টলের নাম: রাহনুমা প্রকাশনী, স্টল নং: ৫১২

বইকেন্দ্র পাবলিকেশন স্টলের নাম: রাহনুমা প্রকাশনী, স্টল নং: ৫১২

হাসানাহ পাবলিকেশন স্টলের নাম: সাদাপাতা, স্টল নং: ৪৩

বইঘর স্টলের নাম: বইঘর, স্টল নং: ৩৬৭

আস সুন্নাহ পাবলিকেশন স্টলের নাম: মেধা, স্টল নং: ৪১৬

মুসলিম ভিলেজ স্টলের নাম: ঊষার দুয়ার, স্টল নং: ১৪৩

ইসলাম হাউজ স্টলের নাম: মাতৃভাষা প্রকাশ, স্টল নং: ৫৩-৫৪

মুভমেন্ট পাবলিকেশন স্টলের নাম: ইতি প্রকাশন, স্টল নং: ১২৮-১২৯

এখন পর্যন্ত আমাদের পাওয়া প্রকাশনীগুলোর স্টল নং ওপরে দেয়া হলো। নতুন কোনো প্রকাশনী বইমেলায় অংশগ্রহণ করা মাত্রই ওপরের বক্সে ইনশা আল্লাহ্‌ যুক্ত করা দেয়া হবে।

নেভিগেশন লিংক: ক্লিক করুন

আরো পড়ুন-মাওলানা তারেক জামিলের বিশেষ ১০ উক্তি

-এটি


সম্পর্কিত খবর