রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের নবনির্বাচিত সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বর্ণাঢ্য জীবন হজের ফ্লাইট শুরু মঙ্গলবার কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন জামিয়া শরইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। আল্লামা আমিনুল হক রহ.: জীবনরেখা ও কর্মধারা ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে: রিজভী ৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন বিশ্ব মেধা সম্পদ দিবস: মেধার হোক সঠিক ব্যবহার

ফের চালু হচ্ছে ফিলিস্তিনিদের জন্য ট্রাম্পের বন্ধ করা অর্থ সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জো বাইডেন প্রশাসন আবারও ফিলিস্তিনিদের জন্য ২০ কোটি ডলারের বেশি অর্থের সাহায্য চালু করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) বন্ধ হয়ে যাওয়া তহবিল।

আলজাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, এক ঘোষণায় ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাহায্যকারী জাতিসংঘের সংস্থাটিকে পুনরায় অর্থায়নের পরিকল্পনা জানায় বাইডেন প্রশাসন।

২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই সাহায্য বাদ দেওয়া হলেও সংস্থাটি ভয়াবহ আর্থিক টানাপোড়েনের শিকার হয়।

বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইউএনআরডব্লিউএ’কে ১৫ কোটি ডলার মানবিক সহযোগিতা দেওয়া হবে।

সংস্থাটি অধিকৃত পশ্চিম তীর ও গাজা, লেবানন ও জর্ডানের ৫৭ লাখ উদ্বাস্তু ফিলিস্তিনিকে সেবা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ও শিক্ষা সেবা।

যুক্তরাষ্ট্রের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউএনআরডব্লিউএ।

ব্লিনকেন জানান, অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাড়ে ৭ কোটি ডলারের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইউএসএইডের মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় সম্পর্কে প্রোগ্রামে ব্যয় হবে এক কোটি ডলার।

বিস্তারিত উল্লেখ না করলেও ওয়াশিংটন বলছে, ‘অত্যাবশ্যক নিরাপত্তা সহায়তা’ও পুনরায় চালু করতে যাচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ