রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬


অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগে ৪ র‌্যাব সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগে অভিজাত বাহিনী র‌্যাবের চার সদস্যকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

আজ শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত আরো ২ জন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের ৩ জন সেনাবাহিনীর ও অপরজন বিমানবাহিনীর সদস্য বলে জানান তিনি।

গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, তবে তাদের স্ব স্ব বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। নিজ বাহিনীর আইন অনুযায়ী তাদের বিচার হবে।

পুলিশ জানায়, পলাতক দুই জনের একজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য এবং অন্যজন কোনো বাহিনীর নয়, সাধারণ মানুষ।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ