আওয়ার ইসলাম: করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ রুপ নিয়েছে ভারতে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে ফের এক বার লকডাউন ঘোষণা করা হবে কি না তা নিয়ে বুধবার সিদ্ধান্ত নিতে পারে মহারাষ্ট্র। এই পরিস্থিতিতে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, ‘‘দেশকে লকডাউনের হাত থেকে বাঁচাতে হবে, সঙ্কটের সময়। এখন দেশকে লকডাউনের দিকে নিয়ে যাওয়া যাবে না। আমি ভারতে লকডাউন দিতে চাই না।’
মোদি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ তুফানের মতো আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে ধৈর্য ধরে এগোতে হবে। রাজ্যগুলিকে অনুরোধ করব, তারা যেন করোনার বিরুদ্ধে শেষ অস্ত্র হিসাবে লকডাউনকে প্রয়োগ না করে।’ তিনি আরো বলেন, ‘অনুশাসন এবং ধৈর্যের মাধ্যমেই আমরা করোনাকে হারাব।’
করোনাকালে দেশটির সেবায় সাধারণ মানুষকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, যুব সমাজকেও নিজের নিজের এলাকায় কমিটি তৈরি করে সচেতনতা গড়ে তোলার বার্তা দিয়েছেন তিনি। করোনার টিকা আবিষ্কারে দেশের বিজ্ঞানীদের ভূমিকার প্রশংসা করার পাশাপাশি চিকিৎসক-সহ প্রথম সারির করোনা যোদ্ধাদেরও প্রশংসা করেছেন তিনি।
করোনা সংক্রমণের দ্বিতীয় পর্বে আর ভারত জুড়ে লকডাউন জারি না করে ‘শেষ অস্ত্র’ হিসেবে প্রয়োগ করার দায়িত্ব দিয়েছেন মোদি। তিনি বলেন, ‘অর্থনীতিকে আর মুখ থুবড়ে পড়তে দেব না।’ সূত্র: আনন্দবাজার
এমডব্লিউ/