রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের ২৭ আসনে শাপলা কলি নিয়ে লড়বেন যারা আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন: আমির হামজা সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সর্ববৃহৎ নূরানী শিক্ষাবোর্ড ‘নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ’-এর অধীনে পরিচালিত নূরানী মাদরাসাসমূহের ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বোর্ডের প্রধান কার্যালয় মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

২০২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় দেশব্যাপী ৩ হাজার ৯২টি কেন্দ্রে বোর্ডের আওতাধীন ১০ হাজার ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ২৬ হাজার ১৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে জিপিএ-৫ অর্জনকারী ৪৭ হাজার ৩৭২ জন শিক্ষার্থীকে বোর্ডের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সর্বোচ্চ মেধাতালিকা ‘টপ-২০’-এ স্থান পাওয়া ২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থীকে বিশেষ মেধাবী স্বীকৃতিপত্র প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূরানী বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন বলেন, পুরস্কার প্রদানের মাধ্যমে শিশু শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনে উৎসাহিত করবে। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকরাও এতে অনুপ্রাণিত হবেন।

তিনি আরও বলেন, কৃতি শিক্ষার্থীদের সম্মানিত করার এ ধরনের উদ্যোগ তাদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু মেধাবী শিক্ষার্থীদের জন্য নয়, বরং অন্য শিক্ষার্থীদের মাঝেও পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে সহায়ক হবে। এ ধরনের কার্যক্রম দ্বীনি শিক্ষার প্রসার এবং শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আলী, সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দীন, যুগ্ম মহাসচিব মীর মুহাম্মদ আনিস, বোর্ড সদস্য মাওলানা ওসমান শাহনগরী, শোলকবহর মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা হারুন, চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদরাসার পরিচালক মাওলানা নিজাম উদ্দীন এবং মাসিক মুঈনুল ইসলাম পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহমদসহ বিশিষ্ট আলেম-ওলামাগণ।

বোর্ডের সিনিয়র প্রশিক্ষক-পরিদর্শক মাওলানা মনজুরুল ইসলাম ও মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আলীপুর নূরানী মাদরাসার ছাত্র এবং মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী জিহাদ আল হোসাইন। এতে বোর্ডের প্রশিক্ষক-পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাশেম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবছার কামাল, মাওলানা শাহরিয়ার শরীফ, মাওলানা ফজলে রাব্বী, মাওলানা নোমান মেখলী, মাস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা মোখতার হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ।

বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা আবুল হাশেম জানান, উদ্বোধনী দিনে কেন্দ্রীয় কার্যালয় থেকে উত্তর চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আগামীকাল থেকে দেশব্যাপী জেলা কার্যালয়সমূহে বোর্ডের পরিদর্শক ও স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে আঞ্চলিক পর্যায়ে পুরস্কার বিতরণ কার্যক্রম শুরু হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ