রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার

মিতু হত্যা: আটকে গেল বাবুলের করা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা পর তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের করা মামলার চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি আটকে গেছে।

মাহমুদা খানম মিতু হত্যায় গত ১২ মে মামলার তদন্ত সংস্থা পিবিআই আদালতে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেন। কিন্তু আদালতের কার্যক্রম বন্ধ থাকায় চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি হয়নি এখনও।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন করবেন বলে জানিয়েছেন বাবুল আক্তারের আইনজীবী আরিফুর রহমান। পুনরায় তদন্তের জন্য আদালতে আবেদন জানাব।

এ মামলায় গত ২৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা পিবিআই সেদিন প্রতিবেদন জমা দেয়নি। তারা ১২ মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। করোনায় স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় শুনানির তারিখও পড়েনি। যার ফলে আটকা পড়েছে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের ওপর শুনানি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন শাখার সহকারী কমিশনার কাজী শাহাব উদ্দিন বলেন, বর্তমানে জামিন শুনানি, রিমান্ড শুনানি, মামলা ফাইলিং এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছাড়া কোনো শুনানি হচ্ছে না। আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে এটির ওপর শুনানি হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ