আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের উন্নয়ন অব্যাহত রয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ দেশের উন্নয়ন-অগ্রগতি রুখতে পারবে না।
বুধবার (১৯ মে) ১৭টি পেট্রোলিয়াম প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। রুহানি আরও বলেন, আমাদের এসব প্রকল্পই প্রমাণ করে ইরানি জাতি দৃঢ় ও শক্তিশালী। নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে উন্নতি থামিয়ে দেওয়া যাবে না।
ইরানের পেট্রোক্যামিকেল পণ্য উৎপাদনের সক্ষমতা পাঁচ কোটি ৬০ লাখ টন থেকে বেড়ে ১০ কোটি টনে উন্নীত হয়েছে বলে জানান ড. রুহানি।
রুহানি জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর গত আট বছরে তেল বহির্ভূত পণ্য রপ্তানি ১৩ হাজার কোটি ডলারে পৌঁছেছে যা সাবেক প্রেসিডেন্টের ৮ বছরের তুলনায় ৫৯ শতাংশ বেশি।
ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, গত দুই-তিন মাস ধরে দু’টি বিষয়ের ওপর বেশি জোর দেয়া হয়েছে। একটি হলো করোনা ভাইরাস মোকাবেলা, অন্যটি হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার। দু’টি ক্ষেত্রেই তার সরকার সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
-এএ