রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

আগামীকাল অনলাইন সবক উদ্বোধন করবে ‘মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ’ মানিকনগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মুগদা থানার অন্তর্গত মানিকনগর এলাকায় অবস্থিত ‘মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ’ মানিকনগরের ইফতা ও অর্থনীতি বিভাগের অনলাইন সবক উদ্বোধন হবে আগামীকাল।

আগামীকাল সোমবার (২৩ মে) মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ মানিকনগরের ইফতা ও অর্থনীতি বিভাগে অনলাইনে এ সবক উদ্বোধন অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মুশতাক আহমাদ আল মাদানী।

তিনি জানান, ‘গত ১ম রমজান ১৩ ই এপ্রিল ২০২১ থেকে এ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলেছে গতকাল ০৯ শাওয়াল ২২ মে রোজ শনিবার পর্যন্ত। প্রতিষ্ঠানে সারাবছরই অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাস অনুষ্ঠিত হবে। তবে এবছরই প্রথম অনলাইনে সবক উদ্বোধন হচ্ছে। তবে সরকারীভাবে মাদরাসা খোলার ঘোষণা হলে আমরা অনলাইনের পাশাপাশি অফলাইনেও ক্লাস নেওয়ার ব্যবস্থা করবো। মানিকনগর মিয়াজান লেন এলাকায় মাদরাসার নিজস্ব ফ্লাটে এ অনলাইন উদ্বোধন অনুষ্ঠান ও অফলাইন ক্লাস করা হবে।’

যদি এখনো কেউ ভর্তি না হয়ে থাকেন তবে সামান্য কয়েকটি কোটা পূরণ হওয়া পর্যন্ত ভর্তি কার্য সমাধান করা যাবে বলে জানিয়েছেন মাদরাসা পরিচালক।

🎤যেভাবে ভর্তি হতে পারবেন
✅যারা অনলাইনে ভর্তি হইতে আগ্রহী, তারা নিচের লিংকে গিয়ে গুগল ফরম পূরণ করে ভর্তির কার্য সমাধান করতে পারবে।
https://forms.gle/p5JPczeJ6yhyE5vP7

✅যারা সরাসরি ভর্তি হতে চান। তারা ০১৯১৪৭৩৭৫৯৯, ০১৬৩১৫৪৮৬০৩ নাম্বারে যোগাযোগ করে মাদরাসায় এসে ভর্তি হতে পারবেন।

ভর্তি সংক্রান্ত তথ্য
ভর্তি ফি = ২৫০০.০০ টাকা মাত্র।
আবাসিক খরচ = ২৫০০.০০ টাকা মাত্র।
অনলাইন মাসিক ফি = ১০০০.০০ টাকা মাত্র।

✳ অনলাইনে ভর্তি ফি প্রদানের জন্য বিকাশ নাম্বার: ০১৬৩১৫৪৮৬০৩

এর আগে চলতি রমজানে ২০ দিন ব্যাপী দেশের প্রথম অনলাইনে তাখরীজুল আওকাত কোর্স সম্পন্ন হয়েছে। গত ২০ রমজান ছিলো কোর্সটির সমাপনী ক্লাস। কোর্সের সবগুলো ক্লাস নিয়েছেন ফকীহুল মিল্লাত আল্লামা আব্দুর রহমান রহ. এর খাস শাগরেদ মুফতী মুশতাক আহমাদ আল মাদানী।

★★আরজগুজার★★
মুফতী মুশতাক আহমদ আল মাদানী
প্রতিষ্ঠাতা পরিচালক
মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ

🚉যাতায়াত: ঢাকার যেকোন জায়গা থেকে ইত্তেফাক মোড় কিংবা মানিকনগর বিশ্বরোড থেকে স্টার লাইন কাউন্টারের পাশে ইসলাম মঞ্জিল, (হাজি বিল্লাল হোসেন সাহেবের বাড়ি) ঢাকা।

কোর্স সম্পর্কে বা যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে নিচের নম্বরে যোগাযোগ করুন।
📞যোগাযোগ নাম্বার: ০১৯১৪৭৩৭৫৯৯, ০১৬৩১৫৪৮৬০৩

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ