শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


চলতি বছরেই ৪২১ ফিলিস্তিনি বাড়ি ভেঙেছে ইসরায়েল: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর ইসরায়েলি আগ্রাসনে মোট ৪২১টি ফিলিস্তিনি বসতবাড়ি ভাঙ্গা হয়েছে কিংবা দখল করা হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই সময়ে ৫৯২ জন ফিলিস্তিনি তার আবাস হারিয়েছে। এরমধ্যে অন্তত ৩২০ শিশু রয়েছে।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনি বসতি দখল গত বছরের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এ বছর। বসতি দখল নিয়ে উত্তেজনাও বাড়ছে দুই পক্ষের মধ্যে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবছরই সবথেকে বেশি বিক্ষোভ দেখা গেছে ফিলিস্তিনে। সেই ক্ষোভ থেকে ইসরায়েলের সঙ্গে ১১ দিনের যুদ্ধও হয়েছে হামাসের।

এরপরেও আগ্রাসন থামায়নি বর্বর ইসরায়েল। যুদ্ধবিরতির পরেও পশ্চিম তীরে ফিলিস্তিনি বসতি ধ্বংস অব্যাহত রেখেছে যুদ্ধবাজ দেশটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ