রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


বিরল রোগে আক্রান্ত মেয়ের চিকিৎসায় ইমরান খানের সাহায্য চাইলেন ফিলিস্তিনি বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিরল রোগে আক্রান্ত মেয়েকে পাকিস্তানে নিয়ে চিকিৎসা করার জন্য দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে মানবিক আবেদন জানিয়েছেন এক ফিলিস্তিনি বাবা।

গাজা উপত্যকার বাসিন্দা ১৫ বছরের ওয়ালা আসাদ হাড় ও পেশির বিরল রোগে আক্রান্ত। ফিলিস্তিনে এ রোগের কোনো চিকিৎসা সুবিধা নেই। খবর আরব নিউজের।

ওয়ালার বাবা ইউসুফ হাসান আসাদ এক আবেগঘন ভিডিও কনফারেন্সে আরব নিউজকে জানান, পাকিস্তান একটি মুসলিম দেশ, তারা ফিলিস্তিনিদের ভালোবাসে। এ কারণে আমার মেয়ের চিকিৎসার জন্য দেশটির প্রধানমন্ত্রীর কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত ইসলামাবাদ থেকে কোনো উত্তর পাননি বলে সাংবাদিকদের জানান তিনি।

গত মাসে ওয়ালার বাবার টুইটার অ্যাকাউন্ট থেকে চিকিৎসার জন্য আবেদনটি করেছিলেন তার ফুপু।

পাকিস্তানের সিন্ধুপ্রদেশের করাচিতে অবস্থিত জিন্নাহ হাসপাতালে এ ধরনের রোগের চিকিৎসা হয় বলে জানান ইউসুফ হাসান আসাদ।

তিনি বলেন, এটি অনেক ব্যয়বহুল চিকিৎসা, তাই আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ের জন্য সাহায্য চেয়েছি।

আসাদ জানান, ওয়ালা ছাড়াও তার আরও চার সন্তান রয়েছে। বর্তমানে করোনার কারণে তিনি বেকার অবস্থায় খুবই মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় তার মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ