শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল

চিলির প্রেসিডেন্ট প্রার্থী ফিলিস্তিনি বংশোদ্ভূত ড্যানিয়েল জাদু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এ বছর অনুষ্ঠেয় চিলির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত।ড্যানিয়েল জাদু নামে এ প্রার্থী দেশটির কমিউনিস্ট পার্টির নেতা।খবর আরব নিউজের।

মার্কিন নীতির ঘোর বিরোধী এ নেতা দীর্ঘদিন ধরে জায়োনিস্টদের কঠোর সমালোচক হিসেবেও বেশ পরিচিত।

ড্যানিয়েল বলেন, আমি আগে ফিলিস্তিন থেকে পরিবারের সদস্যদের পাঠানো আরবি ভাষায় লেখা চিঠি  পেতাম।

চিলির সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তার দাদা ও মা-বাবা অবশ্য ছোটবেলা থেকেই তাদের স্প্যানিশ ভাষা শিখিয়েছেন।

ড্যানিয়েল আরও বলেন, আমি সব সময় পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী ও দখলদারদের বিরুদ্ধে। আমি সাম্যবাদে বিশ্বাসী।

তিনি ফিলিস্তিনের বাইতুল হামদে জন্মগ্রহণ করলেও তার দাদা ১৯২০ সাল থেকেই চিলির অভিবাসী।

১৯৬৭ সালের ২৮ জুন ফিলিস্তিনিদের চরম দুর্দিনে, যখন ইসরাইল জেরুজালেম ও পশ্চিমতীর দখল শুরু করে তখন ড্যানিয়েল জন্মগ্রহণ করেন। সব ফিলিস্তিনিদের মতোই তাদের জীবনে সবচেয়ে কলো অধ্যায় ছিলো এটি।

এর পর তার পরিবার চিলি চলে আসলেও চাচাতো ভাইবোনদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়, ইসরাইলি বর্বরতার বর্ণনা দিয়ে তারা তাকে চিঠি লেখেন।

তার মা মাগালি জাদু চিলির প্যাটরোনাতো এলাকায় একটি দর্জির দোকান চালান। এখানে তাদের মতো আরও অনেক ফিলিস্তিনি অভিবাসী পরিবারের বসবাস। পড়াশোনার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি চিলির মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত।

লেবাননে ইসরাইলের দখলদারিত্বের প্রতিবাদে মাত্র ১১ বছর বয়সে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। তখন থেকেই ঘোর মার্কিন ও জায়োনিস্টবিরোধী ড্যানিয়েল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ