আন্তর্জাতিক ডেস্ক: সৌদি এবং ওমানের আগ্রহে আগামী সোমবার এই দুটি দেশ শেষ পর্যন্ত ওপেক এবং এর সহযোগী সংস্থাগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে।
রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যেই মূলত এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্প্রতি তেলের বাজারে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এরই সূত্র ধরে বেশ কয়েকবার আলোচনার টেবিলে বসার কথা থাকলেও মহামারী সঙ্কটে সেটি শেষ পর্যন্ত আর ফলপ্রসূ হয়ে ওঠেনি। তবে এবার গালফ দেশগুলো এবং ওপেক এই ব্যাপারে আরো দায়িত্ববান হয়েছে বলে জানা যায়।
সৌদি আরব বিশ্বে তেল উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে ওমানকে অনেকটা ওপেক বহির্ভূত ক্ষুদ্র উৎপাদনকারী দেশ হিসেবেই দেখা হয়। ওপেকভুক্ত এবং ওপেক বহির্ভূত দেশগুলো নিয়ে 'ওপেক+ এলাইয়েন্স' গঠন করা হয়েছে। এই সংস্থায় রাশিয়াসহ অন্যান্য জাতি রাষ্ট্রের সংযুক্তি উল্লেখযোগ্য।
সম্প্রতি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে ওপেক+ এলাইয়েন্সের বিবাদের সূত্র ধরে বৈশ্বিক তেল বাণিজ্য সঙ্কটের মুখে পড়ে। ওপেকের সাথে সহযোগী রাষ্ট্রগুলোর এখন পর্যন্ত কোন সমাধান না হওয়ায়, ধারণা করা যাচ্ছে সোমবারের আলোচনয় বৈশ্বিক তেলের বাজার নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করতে যাচ্ছে ওপেক+ এলাইয়েন্স।
-এএ