শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

এবার হজযাত্রীদের সেবায় থাকবে তিন হাজার বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাকালে হজযাত্রীদের জন্য এবার তিন হাজার বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বাসে ২০জন করে চলাচল করবেন। লাল, সবুজ, হলুদ ও নীল চার রঙের ট্র্যাকে বাসগুলো চলবে। এসব ট্র্যাকে করে হাজিদের আবাসনে আনা-নেওয়া করা হবে। হাজিযাত্রীদের সংগঠিত ও পরিচালনা করতে স্মার্ট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে নানা ধরনের সুযোগ-সুবিধা।

করোনাকালে সীমিত সংখ্যক হজযাত্রীদের নিয়ে হজের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এবারের হজে অত্যাধুনিক স্মার্ট কার্ডের সাহায্যে সুযোগ-সুবিধা পাবেন হজযাত্রীরা। মক্কার গভর্নর ও সেন্ট্রাল হজ কমিটির প্রধান প্রিন্স খালেদ আল ফয়সালের উপস্থিতিতে প্রথম স্মার্ট কার্ড চালু হয়। প্রথম বারের মতো এবার অত্যাধুনিক প্রযুক্তিতে হজযাত্রীদের সেবা দিতে স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হয়।

হজের স্মার্ট কার্ডের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে কার্ডধারীর সব তথ্য জানা যাবে। হজের অনুমোদন, হজের স্থানগুলোতে হাজিদের লাগেজ স্থানান্তর, কাবার তাওয়াফ, আরাফা, মিনা ও মুজদালিফায় যাতায়াতের পথ নির্ণয় করা যাবে।

এছাড়াও হজযাত্রীরা স্মার্ট কার্ডে সংযুক্ত লিংকের সাহায্যে সব ধরনের সুবিধা গ্রহণ করতে পারবেন। হাজিরেদ ক্যাম্পে ও হোটেলে প্রবেশ ও গতিবিধি নিয়ন্ত্রণ এবং পরিবহন ব্যবহারের সুবিধাও গ্রহণ করা যাবে।

প্রিন্স খালেদ আল শুমাইসি সিকিউরিটি কন্ট্রোল সেন্টার উদ্বোধন করেন। স্মার্ট কার্ডের মাধ্যমে ১.৬ মিলিয়ন বর্গমিটার নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও মক্কায় আগতদের অপেক্ষার সময় ৪৫ থেকে ৭ মিনিট পর্যন্ত কমাবে।

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে এবার সৌদিতে অবস্থানরত ৬০ হাজার লোক হজ পালন করবেন। স্মার্ট কার্ডের মাধ্যমে সব হাজি গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। আগামী ৮ জিলহজ (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে হজ শুরু হবে। এরপর দিন ৯ জিলহজ হাজিরা আরাফা প্রাঙ্গণে অবস্থান করবেন। সূত্র : আরব নিউজ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ