বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

অন্য কেউ মৃত ব্যক্তির ছবি প্রচার করলে মরহুমের গোনাহ হবে কী? দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। জীবনে যারা মানুষের কল্যাণে কাজ করে যান, তারাই মরেও অমর থেকে যান। আর নেটিজেনরাও তাদের নিয়েই গর্ব করেন। তুলে ধরেন তাদের কারনামা। সাদা কাগজের পাতায় কালো কালো হরফে বর্ণনা করেন তাদের মহাকীর্তি।

আরও পড়ুন: সরকার শরীয়তবিরোধী কাজ করলে সতর্ক করার উত্তম পদ্ধতি বিষয়ে দেওবন্দের পরামর্শ

তবে প্রযুক্তির এ সহজ মাধ্যমে এখন কিছুটা পরিবর্তন এসেছে মানুষের কর্ম তুলে ধরার ক্ষেত্রে। আগে যেখানে কাগজের পাতায় কালো কালিতে লেখা থাকত জীবনের সাফল্যগাঁথা। সেখানে এখন স্কিন কিংবা ক্যামেরার লেন্সেও তুলে ধরা হয় মানুষের সাফল্যের ইতিবৃত্ত। সেই সাথে সফলকাম কিংবা সফলতা অর্জনকারী ব্যক্তির ছবি যোগ করেন ভক্তকূল।

সাফল্যমন্ডিত ব্যক্তির সাফল্যগাঁথা তিনি জীবিত থাকতেও মানুষ গেয়েছেন। মৃত্যুর পরেও গেয়ে চলেছেন। সেই সাথে সোশ্যাল সাইট কিংবা স্কিনযুক্ত যে কোনো মাধ্যমে শেয়ার করছেন তার ছবি। তার সাথে ঘটে যাওয়া আনন্দঘন মুহূর্তের কোন ভিডিও।তাদের স্মরণীয় করে রাখতে আরো কতকিছুই করেন তারা। সোশ্যাল সাইট কিংবা স্কিনে মৃতব্যক্তির এই ছবি শেয়ার করার কারণে ওই ব্যক্তির আমলনামায় কি কোন কোন গুনাহ পৌঁছাবে?

আরও পড়ুন: একই মোবাইলে অশ্লীল ভিডিও দেখা ও কুরআন পড়ার বিষয়ে দেওবন্দের ফতোয়া

এমন একটি প্রশ্নই দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে করেন জনৈক ব্যক্তি। তিনি তার প্রশ্নে উল্লেখ করেন, ‘যে কিছু লোক ফেসবুকে মৃত ব্যক্তিদের ছবি অথবা ভিডিও শেয়ার করেন। এর মাঝে তো কোন সন্দেহ নেই যে, যিনি শেয়ার করেন তিনি গুনাহগার হবেন। কিন্তু আমার প্রশ্ন হল, এই ছবি শেয়ার করার কারণে মৃত ব্যক্তিরও কি কোন গোনাহ হবে?’

আরও পড়ুন: মহিলাদের খোলা মুখে ইউটিউবে দীনের দাওয়াত দেয়া বিষয়ে দেওবন্দের ফতোয়া

জবাবে দারুল উলুম দেওবন্দ থেকে বলা হয়, ‘ছবি তোলার ক্ষেত্রে যদি ওই মৃত ব্যক্তির নিজের কোনো অংশীদারিত্ব না থাকে তাহলে মৃত্যুর পর সে ছবি অথবা ভিডিও শেয়ার করার দ্বারা মৃত ব্যক্তির গুনাহ হবে না।

দেওবন্দের ওয়েবসাইটে বর্ণিত ফতোয়ার লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/halal-haram/605572

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ