আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে জার্মানিতে ছয়টি আবাসিক ভবন ধসের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলের রাজ্য রাইনল্যান্ড-প্যালেটেনেটের প্রায় ৩০ জন নিখোঁজ হয়েছে।
এছাড়া শুল্ড বে আদেনাউ জেলার পাহাড়ি এলাকার আরো অন্তত ২৫ টি ভবন ধসে যাওয়ার আশঙ্কায় রয়েছে। নিখোঁজদের সন্ধানে দমকল ও সেনা মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে দুজন দমকল কর্মীর ডুবে যাওয়ার ঘটনাও ঘটেছে।
এ ঘটনার পর ট্রেন, বাস ও রায়েন নদীতে নৌচলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার ভযাবহ ঝড়ের আশঙ্কা করে সতর্ক করেছে জার্মানির আবওহাওয়া দপ্তর।
-এএ