শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

মুসলিম নারীদের অনলাইনে বিক্রির বিজ্ঞাপন, এক সপ্তাহ পরও গ্রেফতার নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুসলিম নারী মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের বিজ্ঞাপন দিয়ে বিক্রির জন্য ভুয়া নিলামে তোলা হয়েছিল। গত কয়েক সপ্তাহ আগে বিক্রির জন্য অনলাইনে একটি অ্যাপে নিলামে তোলা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি।

তাদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবি এবং তথ্য সংগ্রহ করে একটি চক্র মুসলিম নারীদের নিলামে তুলে বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। এর মাধ্যমে ক্রমবর্ধমান ইসলামভীতির চিত্র তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেছেন ওই অ্যাপে যাদের ছবি দেয়া হয়েছে ওই নারীরা। পুলিশও এখন পর্যন্ত মুসলিম নারীদের নিলামে তোলা ওই অ্যাকাউন্টধারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।

‘সুল্লি ডিল অব দ্য ডে’ নামের উন্মুক্ত সফটওয়ার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে গিটহাবে গত কয়েক সপ্তাহে ভারতের ৮০ জনের বেশি মুসলিম নারী মানবাধিকার কর্মী ও সাংবাদিকের ছবি আপলোড করা হয়েছে। ভারতে মুসলিম নারীদের প্রতি অবমাননাকর গালি হিসেবে ‘সুল্লি’ শব্দটি ব্যবহার করা হয়।

দিল্লি-ভিত্তিক আইনজীবী খাদিজা খান বলেন,পুলিশের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং খুব শিগগিরই। পুলিশ সহজেই আইপি অ্যাড্রেসগুলো সনাক্ত করতে এবং ওই ব্যক্তিদের ট্র্যাক করতে পারে। তিনি আরো বলেছেন, কর্তৃপক্ষ যদি দৃঢ় হয় তবে তারা অবশ্যই এই ধরনের কাজ বন্ধ ও অভিযুক্তদের গ্রেফতার করতে পারে। আদালতও এ জাতীয় আপত্তিকর বিষয়বস্তু বন্ধ করার এবং অপরাধীদের উপর কঠোর শাস্তি দেয়ার নির্দেশ দেয়ার ক্ষমতা রাখে। এই ঘটনাটি স্পষ্টতই ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ ধারা লঙ্ঘন করেছে।

সূত্র: পুবের কলম

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ