আওয়ার ইসলাম ডেস্ক: ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনসহ ১০ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে আরও একটি মামলা করা হয়েছে। একজন গ্রাহক আইনজীবী আলমগীর হোসেন রিগ্যান সোমবার মামলাটি করেন।
ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার বাদীর জবানবন্দি গ্রহণ করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বুধবার মামলার বাদী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আলমগীর হোসেন রিগ্যান গত ৩০ এপ্রিল রাত ১০টায় 'সাইক্লোন' অফারটি দেখতে পান। পরদিন ১ মে রাতে তিনি ইভ্যালি থেকে একটি মোটরবাইক অর্ডার করেন। যার ছাড়কৃত মুল্য ছিল ৭০ হাজার ৯৯ টাকা ও বাজারমূল্য ছিল ১ লাখ ২৭ হাজার টাকা।
এরপর ৩ মে রাতে অর্ডারকৃত পণ্যের জন্য 'নগদ' অ্যাপ ব্যবহার করে পরিশোধ করেন। ইভ্যালির পলিসি অনুসারে ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে বাইকটি বা বাইকের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও আসামিরা ১৪৯ দিনেও কোনো পদক্ষেপ নেয়নি। এর আগে গত ২২ সেপ্টেম্বর মুজাহিদুর রহমান নামে একজন আদালতে মামলা করেন।
এনটি