আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর আফতাবনগরে আবদুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা-জামিআ আফতাবনগরে ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় মাদরাসা মিলনায়তনে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে ইসলাহী বয়ান করবেন, মালিবাগ জামিআ শারইয়্যাহর শাইখুর হাদিস আল্লামা আবু ছাবের আবদুল্লাহ।
এ ছাড়াও বয়ান করবেন, আবদুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা-জামিআ আফতাবনগরের শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ আবূ মূসা কাসেমী।
আবদুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা-জামিআ আফতাবনগরের প্রিন্সিপাল মুফতি শরীফুল ইসলাম বলেন, ছাত্র-শিক্ষক ও সাধারণল মানুষ সবারই আত্মশুদ্ধি প্রয়োজন। আমরা নিজেকে শুদ্ধ করতে চাই। এ জন্যই ইসলাহী সম্মেলনের আয়োজন করেছি। এখানে সবাই আসতে পারবে। সবার প্রতি দ্বীনী দাওয়াত রইলো।
তিনি বলেন, শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে বাদ ঈশা পর্যন্ত ইসলাহী অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ।
-এএ