বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান ১২ তারিখ খেজুর গাছের মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ: মুফতি মনির কাসেমী ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি আমির হামজার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার উল্টে ঢাবির অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরে কালীগঞ্জে একটি অরক্ষিত লেভেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেটকারটি উল্টে আরোহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের স্ত্রী অবসর প্রাপ্ত যুগ্ম সচিব ও গাড়ি চালক।

শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে টঙ্গী-ঘোড়াশাল রেল সড়কের নলছাটা লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহিম খান (৭২)। তারা মিরপুর ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে বাস করতেন। নিহতের স্ত্রী দিলজুয়ারা খানম নপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তাকে ওএসডি করার পর তিনি সেচ্চায় অবসর নেন।

অপর আহত তাদের গাড়ি চালক সোলেমান (৩২) বরিশালের উজিরপুর থানার হাবিবপুর গ্রামের এনছের আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অরক্ষিত ওই লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন যুগ্ম সচিবের প্রাইভেটকারটিতে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি উল্টে পাশের খাদের গিয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রহিম খানকে মৃত ঘোষণা করেন।

দিলজুয়ারা খানম ও গাড়ি চালক সোলেমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ