আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ইন্তেকালে গভীর
শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস।
আজ (২ অক্টোবর) শনিবার গণমাধ্যমে পাঠানে এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন
শোকবার্তায় তারা বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনীতিবিদকে হারালো।
শোকবার্তায় নেতৃদ্বয় মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এনটি