আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় বোমার কোনও আলামত পাওয়া যায়নি বলে জানিয়ে দিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গতকাল শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সিটিটিসি’র উপ-কমিশনার (ডিসি) আবদুল মান্নান বোমার আলামত না থাকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনায় বোমার কোনও আলামত পাওয়া যায়নি। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ বিষয়ে আহতদের কাছ থেকে জানার চেষ্টা চলছে।’
উল্লেখ্য, শুক্রবার (০১ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসার তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ব্যাচেলর বাসায় ভাড়া থাকা ২ জন আহত হন। বিস্ফোরণের পর থেকেই ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে।
-এএ