আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও রংপুর জেলায় মন্দির-মণ্ডপে ভাঙচুর, হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন দেয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এই ছয় জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, মন্দিরে নিরাপত্তা দিতে রুলও জারি করা হয়েছে।
১৩ অক্টোবর থেকে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের কয়েকটি জেলায় হিন্দুদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিকার চেয়ে রিট করেন হাইকোর্টের দু'জন আইনজীবী।
আজ বৃস্পতিবার বিচারপতি মোহাম্মদ মজিবর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি করে এই আদেশ দেয়। বাড়িঘরে হামলার বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও নোয়াখালী এই ছয় জেলায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত করে পুরো ঘটনার প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে।’
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ রাসেল চৌধুরী বলেন, হিন্দুদের বাড়ি, মন্দির ও উপাসনালয়ে কেন নিরাপত্তা দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল দাবি করেন, হামলার পর যথাযথ আইনি পদক্ষেপ নিয়েছে সরকার।
-এটি