বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


জনগণের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে হবে। সেবার মানসিকতা নিয়ে জনগণের পাশে থাকতে হবে।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক সমাবেশে এ কথা বলেন রেলমন্ত্রী।

নুরুল ইসলাম সুজন বলেন, শুধু রাজনীতি করলে হবে না, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে দলের প্রতি তাদের বিশ্বাস ও নিজের প্রতি আস্থা অর্জন করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবিসহ আরও অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ