আওয়ার ইসলাম ডেস্ক: ‘তথ্যপ্রযুক্তির অনৈতিক ব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করতে হবে’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এমপি।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এগিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করতেই হবে। সব কিছুরই ভালো-মন্দ দুটি দিকই থাকে। মাথাব্যথা হলে যেমন মাথা কাটা যায় না, ওষুধ খেতে হয়। তাই যারা তথ্যপ্রযক্তির অপব্যবহার করছে, তাদের রোধ করতে হবে।
তিনি বলেন, সামাজিক, শিক্ষা ও রাজনীতিসহ সব ক্ষেত্রে আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে, যেন আমাদের নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তির অপব্যবহার না করে।
ডা. দীপু মণি বলেন, অনেক শিক্ষার্থী চিন্তা-ভাবনা ছাড়াই অনেক কিছু লিখে ফেলে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সঠিকভাবে চিন্তা করতে শিখবে, তারপরেই তারা ডিজিটাল ওয়ার্ল্ডে তা শেয়ার করবেন।
-এএ