বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


'পরীক্ষিত কর্মী ছাড়া অন্য কাউকে আওয়ামী লীগের পদ দেয়া হবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরীক্ষিত কর্মী এবং মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের বাইরে কাউকে দলীয় পদ দেয়া হবে না- এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আওয়ামী লীগ।

দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। দলটির নেতারা বলছেন, নিজেদের অবস্থান পোক্ত করতে যেসব নেতা অন্য দল থেকে আসা সুযোগ সন্ধানীদের দলে জায়গা করে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।

গেল ১৭ অক্টোবর ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে জেলেপল্লিতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার মূলহোতা সৈকত মণ্ডল রংপুরের কারমাইকেল কলেজের ছাত্রলীগ কর্মী। সম্প্রতি সাম্প্রদায়িক হামলার বিভিন্ন ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগ আসে এমন আরো কয়েক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। গ্রেপ্তারের পর যাদের বহিষ্কার করা হয় সংগঠন থেকে।

প্রশ্ন হলো, অসাম্প্রদায়িক চেতনা থেকেই যে দলটির জন্ম, সেই দল কিংবা তাদের সহযোগী সংগঠনের কর্মীরা কিভাবে সাম্প্রদায়িক হামলায় জড়ায়?

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, সকল ধর্মের মানুষরা স্বাধীনভাবে তাদের নিজ নিজ আচার-অনুষ্ঠান ও কর্মকাণ্ড পালন করবে এটা আওয়ামী লীগের আদর্শ। কোনও নেতা-কর্মী আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে দলের সুনাম ক্ষুণ্ন করুক তা কখনই কাম্য নয়। তৃণমূল পর্যায়ে যেসব সুযোগ সন্ধানী দলে অনুপ্রবেশ করে তাদের স্থানীয় নেতৃবৃন্দ নিজের স্বার্থ রক্ষা করতেই দলে জায়গা করে দেন বলেও মন্তব্য করেন শেখ সেলিম।

সাম্প্রদায়িক হামলায় বেশকিছু নেতাকর্মী জড়িত থাকার বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, সম্প্রতি সংখ্যালঘু হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়েছে। কোনও নেতা-কর্মী যদি ভুল কাজ করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়।

অন্য দল থেকে আসা বহিরাগতদের নানা অপকর্মে দুর্নাম হচ্ছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের-এমন মত নেতাদের। বলছেন, আগামীতে মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের বাইরে কাউকে দেয়া হবেনা দলীয় পদ। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসছে। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান জানান, তরুণ প্রজন্মের যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য সুযোগ থাকবে। তবে, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগে অনুপ্রবেশ করে দলের ক্ষতি করছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, আমরা আদর্শিক নেতা-কর্মীদের চাই, সুযোগ সন্ধানীদের চাইনা। সুযোগ সন্ধানীদের দলে অনুপ্রবেশে যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শেখ সেলিম।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সুযোগ সন্ধানী নয় বরং আদর্শ কর্মী তৈরির ওপর জোড় দেয়ার কথা বলছেন আওয়ামী লীগ নেতারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ