বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


বাংলাদেশ কমিউনিটিকে দেশে বিনিয়োগের আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটিকে দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি)। তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সকল প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রবাসীদের জন্য বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে দৃঢ় প্রতিজ্ঞ। এরই অংশ হিসেবে সরকার বাংলাদেশি কারিকুলামে শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রবাসীদের সন্তানদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে প্রবাসে স্কুল প্রতিষ্ঠা করেছে। এছাড়াও আরও অনেকগুলো উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে বাংলাদেশ সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

সভায় বাংলাদেশী কর্মী ও ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং রেমিটেন্সে ২% প্রণোদনা প্রদানের জন্য সরকারকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, এন আর বি (সি আইপি) অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির, কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ