বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


ত্রিপুরায় মুসলমানদের ওপর হামলার ঘটনায় চরমোনাই পীরের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর  ভারতের ত্রিপুরা রাজ্যে হিন্দুত্ববাদী ভিইএইচপির তাণ্ডবে মুসলিম নারীর শ্লীলতাহানি, মুসলমানদের বাড়ী-ঘর ও দোকান পাঠ ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ত্রিপুরা রাজ্যে উগ্রবাদী হিন্দুদের হামলার লক্ষ্যবস্তু মুসলমান নারী-পুরুষ এবং মুসলমানদের বাড়ী-ঘর, দোকান-পাঠ। পানিসাগরের রাওবাজার এলাকার মুসলিমদের বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়েছে। নারীর শ্লীলতাহানির করা হয়েছে। উগ্রবাদীদের আক্রমনে ১৬টি মসজিদে কমপক্ষে ২৭টি হামলা চালিয়ে ভিএইচপির লোকেরা। কয়েকটি মসজিদে জোর করে ভিএইচপির পতাকা পুঁতে দেয়া হয়েছে। তিনটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। উনাকটি জেলার পালবাজার মসজিদ, গোমতী জেলার ডোগরা মসজিদ এবং বিশালগড় জেলার নারোলা টিলা মসজিদে আগুন লাগানো হয়।

তিনি বলেন, এত কিছুর পরও ভারতের পুলিশ বলছে তেমন কিছুই হয়নি। বিশ্বহিন্দু পরিষদের দুষ্কৃতিকারীরা মসজিদগুলোতে হামলার ছক আঁকে বলে মিডিয়ার মাধ্যমে জানা যায়।

তিতি বলেন, বাংলাদেশে পূজামণ্ডপে হামলার পর বাংলাদেশকে দখল করার হুমকিও দিচ্ছে উগ্রবাদী হিন্দুরা। কিন্তু ত্রিপুরা, আসাম, গেরুয়া রাজ্যে মুসলমানদের বাড়ী-ঘর, দোকান, মসজিদ ভেঙ্গে ফেলার পরও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি ভারত সরকার। হিন্দুত্ববাদী দেশ ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতা কোথায়?

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ