বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


পাটুরিয়ায় ফেরিডুবি: হামজার সঙ্গে যোগ দিল রুস্তম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়ায় আমানত শাহ ফেরিডুবির ঘটনার চতুর্থ দিনে উদ্ধার অভিযানে উদ্ধারকারী হামজার সঙ্গে যোগ দিয়েছে রুস্তম।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছায়।

এর আগে ঘটনায় তৃতীয় দিন শুক্রবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে তিন ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। ডুবে থাকা দুই ট্রাক উদ্ধারে অভিযান শুরু করেছে হামজা। এবার হামজার সঙ্গে যোগ দিল রুস্তম।

বিআইডব্লিটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাত পর্যন্ত মোট ১২টি যানবাহন উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলছে।

উদ্ধারকাজে নিয়োজিত জাহাজ হামজার কমান্ডার এসএম ছানোয়ার হোসেন বলেন, ফেরিডুবির পর থেকেই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে উদ্ধারকারী জাহাজ হামজা কর্তৃপক্ষ। উদ্ধার কার্যক্রমের তৃতীয় দিনে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনটি ট্রাক উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) সকালে মানিকগঞ্জের পাটুরিয়ায় ১৪টি ট্রাক ও ১৫টি মোটরসাইকেল নিয়ে রো রো ফেরি আমানত শাহ ডুবে যায়।

দৌলতদিয়া থেকে আসার পর পাটুরিয়া ৫নং ঘাটের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো যাত্রী বা পরিবহন শ্রমিক নিখোঁজের খবর পাওয়া যায়নি। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট উদ্ধারকাজ শুরু করে।

এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আব্দুল হামিদকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক আব্দুল লতিফ জানান, অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ