বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


আদিয়ান মার্টের সিইওসহ চার কর্মকর্তার রিমান্ড শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার চুয়াডাঙ্গা জেলা সদরের অনলাইন বেচাকেনা প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের চার কর্মকর্তার রিসান্ড শুনানি আজ।

গতকাল শনিবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে বিকেল ৫টায় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত রোববার (৩১ অক্টোবর) শুনানির দিন ধার্য করে আসামিদের চুড়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শুক্রবার (২৯ অক্টোবর) রাতে ঝিনাইদহ র‌্যাবের একটি দল খুলনা থেকে একজন এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জ বাজার থেকে অন্য তিনজনকে আটক করে ঝিনাইদহ নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন আদিয়ান মার্টের সিইও জুবাইর সিদ্দিকী, তার ভাই এমডি মাহমুদ সিদ্দিকী, বাবা আদিয়ান মার্টের উপদেষ্টা আবু বকর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলাম।

আদিয়ান মার্ট ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে প্রায় দেড় বছর আগে আনলাইনে বিভিন্ন পণ্য বিক্রি শুরু করে। কয়েক মাস পরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠতে থাকে। গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে মাসের পর মাস চলে গেলেও পণ্য বুঝিয়ে দেওয়া হচ্ছিল না। এরই মধ্যে প্রতিষ্ঠানটি দেশজুড়ে প্রায় দেড় লাখ গ্রাহক তৈরি করে তাদের ছয় কোটি টাকা আত্মসাৎ করেছে। তবে পুলিশ বলছে, আত্মসাৎ করা অর্থের পরিমাণ আট কোটি টাকা।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মৃত ওহিদুল ইসলামের ছেলে আতিকুর রহমান উজ্জল গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা থানায় একটি প্রতারণা মামলা করেন। ওই মামলায় আদিয়ান মার্টের সিইও, এমডি, উপদেষ্টা ও ম্যানেজারকে আসামি করা হয়।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, তার কাছ থেকে আদিয়ান মার্টের কর্মকর্তারা বিভিন্ন পণ্য দেওয়ার নামে ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা আত্মসাৎ করেছেন। এই চারজনকেই শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ঝিনাইদহের র‌্যাব আদিয়ান মার্টের চার কর্মকর্তাকে আটক করে শনিবার দুপুরে চুয়াডাঙ্গা থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ