আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামি করে থানায় একটি মামলা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে প্রায় অচল হয়ে পড়ে জেলা শহরটি।
আজ রোববার বিকেল সাড়ে ৫টা থেকে হঠাৎ করেই এমন পরিস্থিতি দেখা দিয়েছে।
জানা গেছে, মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলাটি হয়েছে কক্সবাজার জেলা যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলির নির্দেশ দেয়ার অভিযোগে। হত্যাচেষ্টার মামলা দায়েরের বিষয়টি জানার পর মুজিবুরের কয়েক হাজার অনুসারী জেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।
উদ্ভুত পরিস্থিতিতে সড়কের দুই পাশের হাজার হাজার দোকান বন্ধ হয়ে যায়। একই অবস্থা দেখা গেছে সমুদ্রসৈকত ও হোটেল জোনের দোকানপাট-ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও। পুরো শহরজুড়ে এমন অচলাবস্থা সৃষ্টি হওয়ায় পর্যটন নগরীটিতে এক ধরনের ভীতিকর অবস্থা বিরাজ করছে।
পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাতে মোনাফ সিকদারকে গুলির ঘটনায় আজ দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন তার বড় ভাই মো. শাহজাহান। মামলায় গুলির নির্দেশদাতা হিসেবে মুজিবুর রহমানকে প্রধান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে দ্বিতীয় আসামি করা হয়। তারাসহ এ মামলায় মোট আসামির সংখ্যা ৮ জন।
এদিকে, সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে মোনাফ সিকদারকে দুর্বৃত্তরা গুলি করলে তার পেট ভেদ করে বেরিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালের, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চমেক হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন তিনি, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মামলার বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াসের বক্তব্য মেলেনি। তবে মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন রফিকুল ইসলাম।
-এটি