আওয়ার ইসলাম ডেস্ক: ভোট ডাকাতি বন্ধ করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে কমপক্ষে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের ৪৯তম প্রতিষ্ঠঅ বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। মুক্তিযুদ্ধের ইতিহাস একজনের না, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্মিলিত বলেও মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।
বলেন, অসংখ্য মানুষের অবদান, ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসেছে। দেশ স্বাধীন হলেও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ এক দলীয় শাসন প্রতিষ্ঠা করে এই চেতনা ধ্বংস করেছিল। আওয়ামী লীগই প্রথম দল যারা জরুরি আইন দিয়ে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে।
আওয়ামী লীগ গত ১২ বছর ধরে বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে আবারো বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। ভিন্নমত কেউ প্রকাশ করতে পারছে না। আমাদের আবারো জেগে উঠতে হবে।
এ সময় আলোচকরা বলেন, জনগণ এই সরকারকে হটিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সরকার দেখতে চায়। আওয়ামী লীগ নিজেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
-এটি